নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালের দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। আটককৃত পিতা-পুত্রকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।