মঞ্জুরুল আহসান,স্টাফ রিপোর্টার: মৌসুমের শুরুতেই রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা কনকনে ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছেন। শীত মৌসুমে প্রথম শৈত্য প্রবাহের কবলে পড়েছে এ অঞ্চল। তীব্র শীত ও ঠান্ডায় শিশু ও বৃদ্ধরা পড়েছে বিপাকে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ।
হঠাৎ করে শনিবার ভোর থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো এলাকা। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে কনকনে ঠান্ডায় ছিন্নমূল মানুষজন জমে যায়।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে এখন তাপমাত্র কমতে থাকবে ও কুয়াশার পরিমান বাড়বে। সরেজমিনে শনিবার সকালে রাস্তায় হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশায় বাড়ছে সড়ক দুর্ঘটনা।
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ডের পশ্চিমে ঘন কুয়াশায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার তিস্তা তীরবর্তী ১৭টি গ্রামসহ উপজেলার খেটে-খাওয়া ছিন্নমূল ও দরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে শীতে জবুথবু হয়ে পড়েছে।
কনকনে ঠান্ডায় শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হাঁপানি, ডায়রিয়াসহ নানা রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়াও গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। গরু-ছাগল, মহিষের গাঁয়ে চটের বস্তা ঝুলিয়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করছে কৃষকরা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ