মোঃ মন্জুরুল আহসান:
স্টাফ রিপোর্টারঃ রংপুর জেলা পুলিশের ৮টি থানার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে কাউনিয়া থানা, ২০ মার্চ বুধবার দুপুরে রংপুর জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধবিষয়ক এক সভায় পুলিশ সুপার, রংপুর মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাত থেকে ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান।
কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান বলেন, এ অর্জন কাউনিয়া থানার সব সদস্যদের কঠোর পরিশ্রম ও সঠিকভাবে কর্তব্য পালনের ফসল। টিম কাউনিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।
তিনি আরও বলেন, স্বীকৃতি কাজের অনুপ্রেরণা জোগায়। এতে করে থানা পুলিশের কাজের গতিশীলতা আরও বাড়বে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজের মাধ্যমে কাঙ্খিত সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।
জানা গেছে, প্রত্যেক মাসে রংপুর জেলার অধীনস্থ থানা ও পুলিশ সদস্যদের মাঝে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণ করা হয়। এরই অংশ হিসাবে এ বছর ফেব্রুয়ারী মাসের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় কাউনিয়া থানা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ