সোহানুর রহমান
রংপুর জেলা প্রতিনিধি :
‘আল্লায় দেলে শেখ সাইবের বেটি মোক পাকার ঘর, জমি দিচে। মুই অ্যালা শান্তিতে নিন (ঘুম) পারোং। যায় মোক ডাকে আনি ঘরের চাবি-দলিল দেইল, তার আল্লাহ ভালো করবে। মুই দোয়া করোং হামার প্রধানমন্ত্রী সারা জেবন শান্তিত থাকপে। হামরা খুব গরিব আছনো, থাকার মতো কোনো জমিজমা ঘর আছিল না। আজই হামার সোগে হইচে বাহে।’
এভাবেই কথাগুলো বলছিলেন জেলেখা বেগম। রংপুরের তারাগঞ্জ উপজেলার আশ্রয়ণ প্রকল্পের লাল-সবুজ ঘরে ঠাঁই হয়েছে তার।
জেলেখা বেগমের মতো শত শত ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার স্থায়ী ঠিকানা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আশ্রয়ণ প্রকল্পে। যাদের একসময় নিজস্ব স্থায়ী ঠিকানা ছিল না, ঘরবাড়ি ছিল না, ছিল না জমিজমা। আবার কারও জমি থাকলেও ঘর করার সামর্থ্য ছিল না, এমন অসহায়, দরিদ্র, দুস্থ ও সহায়-সম্বলহীন মানুষগুলো আজ বিনামূল্যে সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে খুঁজে পেয়েছেন আপন ঠিকানা।
গত ১৫ বছরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় রংপুর বিভাগের আট জেলার ৫২ হাজার ৩৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। রংপুর বিভাগের তিনটি জেলা ইতোমধ্যে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে। ভূমিহীন ও গৃহহীনমুক্ত এই তিন জেলা হলো পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও।
একসময় মঙ্গাপীড়িত ‘বাহের দেশ’ হিসেবে পরিচিত ছিল রংপুর। দীর্ঘসময় উন্নয়নবঞ্চিত থাকা এই জেলা এখন বদলে গেছে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতায়নের মধ্য দিয়ে রংপুরে বিশ্ববিদ্যালয় ও বিভাগ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা হয়েছে। একসময়ের খানাখন্দে ভরা গ্রামের রাস্তাগুলোও এখন পিচঢালা। রাস্তার দুই পাশে হয়েছে বনায়ন। হাট-বাজারের পাশাপাশি গ্রামেও গড়ে উঠেছে পাকাবাড়ি। অবকাঠামো উন্নয়নের সঙ্গে বদলে গেছে পুরো জেলার দৃশ্য।
এখন জেলার হাট-বাজার আর গ্রামে ঘুরলে চোখে পড়বে টিনের তৈরি ও আধাপাকা ঘরবাড়ি। মাঝেমধ্যে চোখে পড়বে কাঁচা বাড়িও। মেঠোপথ ধরে চলতে একটু পরপর বিস্তীর্ণ ফসলের মাঠ আর সবুজের হাতছানি। এমনই এক গ্রাম পালিচড়ার বালুয়াপাড়া। রংপুর সদর উপজেলার সদ্যপুষ্কুরণী ইউনিয়নের পালিচড়া বাজার থেকে প্রায় এক কিলোমিটার এগোলে বালুয়াপাড়া। এই গ্রামে ঢুকতে নজর কাড়বে লাল-সবুজ আর স্কাইব্লু রঙের পাকা ঘর। এখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘরে থাকছেন ২৫টি পরিবার।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ