মোঃ মন্জুরুল আহসান:
স্টাফ রিপোর্টারঃ-আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি রবিবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪৯ জন, মহিলা ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৩০ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে (পীরগাছা কাউনিয়া) নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, বাংলাদেশ
কংগ্রেস মনোনীত ডাব মার্কার প্রার্থী সিরাজুল ইসলাম পাটোয়ারী
এর আগে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। এ আসনে ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৭৭টি ভোটকক্ষে উৎসবমূখর পরিবেশে চলে ভোট গ্রহন, এতে নৌকা প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট, সিরাজুল ইসলাম পাটোয়ারী ডাক মার্কায় পেয়েছেন ১১৯৫ ভোট।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পরবর্তী সময়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ