ড. কামাল চৌধুরী
জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার): নেত্রকোণার মোহনগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, রবীন্দ্র সাহিত্য ভান্ডার পুরোপুরি উপলব্ধি করা অসম্ভব। রবীন্দ্রনাথকে বুঝা খুব কঠিন। রবীন্দ্রনাথ ছাড়া বাঙালির অস্থিত্ব চিন্তা করা যায় না।
১৬ মে বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জের বাহাম গ্রামে শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং শৈলজারঞ্জন সাংস্কৃতিক কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি বোর্ডের সভাপতি সাজ্জাদুল হাসান এমপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন—শৈলজারঞ্জন সাংস্কৃতিক কল্যাণ ট্রাস্ট্রের কার্যনির্বাহী কমিটির সভাপতি নেত্রকোণার জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন—শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ময়মনসিংহের সভাপতি প্রফেসর ড. মঞ্জুরুল আলম, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, (ইউএনও) রেজওয়ানা কবীর প্রমুখ। সভাপতির বক্তব্যে সাজ্জাদুল হাসান এমপি বলেন, আজকের বিশ্ব প্রেক্ষাপটে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে লালন করতে হবে। তার আদর্শ ছড়িয়ে দিতে হবে। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ