স্টাফ রিপোর্টার ইমরান সরকার:-গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে ব্যাঙের ছাতার মতো করে গড়ে উঠেছে হলুদ ও মরিচের গুড়া তৈরি কারখানা। এসব কারখানা বিশেষ করে মাহে রমজানকে সামনে রেখে ভেজাল ভোগ্যাপণ্যের ব্যবসা জমে উঠেছে, হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।
সরজমিনে গিয়ে দেখা যায়, সাদুল্যাপুর উপজেলার ৬ নং ধাপেরাহাট ইউনিয়নের একাধিক অসাধু ব্যক্তি তাদের কারখানায় ভেজাল গুড়া মরিচ ও হলুদের গুড়া, তৈরিতে তুঙ্গে উঠেছে। সাদুল্যাপুর উপজেলার হলুদ খেত এলাকা হচ্ছে ধাপের হাট। যুগ যুগ ধরে এই এলাকার মানুষ হলুদ চাষ করে আসছে এর ফলে হলুদ পল্লী হিসেবে নাম হয়ে নামকরণ করা হয়েছে এ এলাকাটিকে
এই সুযোগটি ব্যবহার করে এ এলাকায় প্রায় ১৫ টি কারখানায় ক্ষতিকারক উপকরণ মিশিয়ে তৈরি হচ্ছে গুড়া হলুদ ও মরিচ গুঁড়া তৈরি করে বিভিন্ন জেলায় বাজারজাত করা হচ্ছে।
এসব কারখানায় প্রশাসনের অভিযান চললে বন্ধ নেই ভেজাল কারবারি।
নাম প্রকাশ না করা সত্বে স্থানীয় এক ব্যক্তি বলেন কৃষকের কাছ থেকে ১ মন কেনা শুকনা হলুদ থেকে কয়েক মন বানানো হচ্ছে। উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে ডলোচুন,ধানের কুরা, ভুট্টার মুসা, রং সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল, জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি বলে জানান তিনি।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আফসানা পারভিন বলেন ভেজাল খাদ্যপূর্ণ প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ধাপেরহাট এলাকায় গুড়া মরিচ তৈরি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।