আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার :
চট্রগ্রাম সাতকানিয়া উপজেলা কেরানীহাট আশশেফা হাসপাতাল ভবনে মাহে রমজানে ডায়াবেটিস রোগীদের করণীয় শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে আশশেফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নুরুল হকের সভাপতিত্বে, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ইয়াকুব হোসেন প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক চট্রগ্রাম ইবনে সিনা হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন রোগের কন্সালটেন্ট ও কেরানীহাট আশশেফা হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন বিভাগের প্রধান ডা. খোরশেদ আনোয়ার বলেন,ডায়াবেটিসের বেশিরভাগ রোগী রোজা রাখতে পারবেন।গবেষণায় প্রমাণিত -রোজা স্বাস্থ্যের জন্য উপকারী। রোজার সময় রাতের বেলা পরিমাণমত এবং সময়মত সুষম খাদ্য গ্রহন করুন। রোজার সময় দিনের বেলা অতিরিক্ত ব্যায়াম করা উচিত নয়,এতে রক্তে সুগারের পরিমাণ কমে যেতে পারে। রোজা রেখে রক্তে সুগারের পরিমাণ কমে গেলে রোজা ভেঙ্গে খেয়ে নেবেন।রোজা রেখে দিনের বেলা সুগার মাপা যায় এবং প্রয়োজনে ইনসুলিন নেয়া যায়।ইসলামি চিন্তাবিদের মতে, এতে রোজার কোন ক্ষতি হয় না। সেমিনারে আরও উপস্থিত ছিলেন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. হারুনুর রশিদ, হাসপাতালের এডমিন ডিরেক্টর মোরশেদুল আলম,টেকনিশিয়ান ডিরেক্টর আবুল হাসেম প্রমুখ।