যোগেশ ত্রিপুরা,(খাগড়াছড়ি) প্রতিনিধি :-
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি),র বাংলা নববর্ষেরকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে রামগড় উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) অঙ্গ,সংগঠন ও সহযোগী নেতৃ বৃন্দ।
আজ ১৪ই এপ্রিল সোমবার সকাল ১০ঘটিকায় রামগড় উপজেলা শাখার বিভিন্ন স্থান থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি),র অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ গন রামগড়(বিএনপি)কার্যালয়ে এসে মিলিত হয়।পরে এই শোভাযাত্রা অনুষ্ঠানটি উপজেলা(বিএনপি),র কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে রামগড় কেন্দ্রীয় কবর স্থান,রামগড় পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান গুলো প্রদক্ষিণ করে আবার রামগড় উপজেলা
শাখা জাতীয়তাবাদী দল(বিএনপি),র কার্যালয়ে সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়।পরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈসাবি শোভাযাত্রার শুভেচ্ছা সম্প্রীতির বক্তব্য রাখেন – রামগড় উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি),র সাধারণত সম্পাদক জনাব সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপি,র সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন (সাবেক কাউন্সিলর ০৭নং ওয়ার্ড) খাগড়াছড়ি পার্বত্য জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি),র সহ-সভাপতি জনাব মোঃ হাফেজ আহম্মদ ভুঁইয়া,রামগড় উপজেলার বিএনপি,র জনাব ইব্রাহিম খলিল।শোভাযাত্রা অংশগ্রহণ করেন রামগড় উপজেলার বিভিন্ন স্থান হতে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগন ,উপস্থিত ছিলেন রামগড় উপজেলার সোশ্যাল মিডিয়ার প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা,পুলিশ সদস্য প্রমূখ।