যোগেশ ত্রিপুরা, রামগড়,(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির জেলাধীন রামগড় উপজেলা রামগড় পৌরসভা এলাকায় দীর্ঘদিন অবৈধভাবে করাতকল (স'মিল) চালানোর দায়ে অভিযান পরিচালনা করেছে রামগড় উপজেলা প্রশাসন ও রামগড় রেঞ্জ/ বন বিভাগ।
আজ ২রা ডিসেম্বর সোমবার দুপুরে রামগড় উপজেলার পৌর এলাকায় হতে ৫টি করাতকলে (স'মিল)র অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
এই অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন অবৈধভাবে করাতকল(স'মিল) চালানোর দায়ে ২টি করাতকল( স'মিল)মালিকদের ২০১২ এর (লাইসেন্স)৬ ধারা আইনে বিধিমালার মোতাবেক কাজী স’মিল ও আবুল কাশেম স’মিলকে অবৈধভাবে করাতকল (স'মিল)চালানো অপরাধে ১০ হাজার টাকা করে দুইটি স'মিলকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, উপজেলার পৌর এলাকায় ৫টি করাতকলে (স'মিলে) অভিযান পরিচালনা করা হলে ২ টি করাতকলের(স'মিলে) লাইসেন্স বা কোন বৈধ কাগজপত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো উল্লেখ করে জানান প্রশাসনের চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের পরিচালনা করার সময় রামগড় রেঞ্জ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বন বিভাগের প্রতিনিধি এবং রামগড় থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
যোগেশ ত্রিপুরা, রামগড়,(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির জেলাধীন রামগড় উপজেলা রামগড় পৌরসভা এলাকায় দীর্ঘদিন অবৈধভাবে করাতকল (স'মিল) চালানোর দায়ে অভিযান পরিচালনা করেছে রামগড় উপজেলা প্রশাসন ও রামগড় রেঞ্জ/ বন বিভাগ।
আজ ২রা ডিসেম্বর সোমবার দুপুরে রামগড় উপজেলার পৌর এলাকায় হতে ৫টি করাতকলে (স'মিল)র অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
এই অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন অবৈধভাবে করাতকল(স'মিল) চালানোর দায়ে ২টি করাতকল( স'মিল)মালিকদের ২০১২ এর (লাইসেন্স)৬ ধারা আইনে বিধিমালার মোতাবেক কাজী স’মিল ও আবুল কাশেম স’মিলকে অবৈধভাবে করাতকল (স'মিল)চালানো অপরাধে ১০ হাজার টাকা করে দুইটি স'মিলকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, উপজেলার পৌর এলাকায় ৫টি করাতকলে (স'মিলে) অভিযান পরিচালনা করা হলে ২ টি করাতকলের(স'মিলে) লাইসেন্স বা কোন বৈধ কাগজপত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো উল্লেখ করে জানান প্রশাসনের চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের পরিচালনা করার সময় রামগড় রেঞ্জ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বন বিভাগের প্রতিনিধি এবং রামগড় থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ