রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: রামপালে অসত্য অভিযোগে এনে কয়েকটি পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী গ্রামবাসী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার ওড়াবুনিয়া গ্রামের বাসিন্দাগণ সরকারি রাস্তার উপর এ মানববন্ধন করেন।
মানববন্ধনে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক সিরাজুল ইসলাম টুকু জানান, তিনি তার পরিবারের সদস্যদের জমি নিয়ে মৎস্য চাষ করে আসছেন। গত ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ক্ষমতাচ্যুত সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সন্ত্রাসীদের দিয়ে আমার ঘের দখল করে নেয়। আমি প্রতিবাদ করলে সে তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দিয়ে আমার পা ভেঙ্গে পঙ্গু করে দেয়। এরপরে আমি কোর্টে মামলা করি। এতে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে। আমি বৈধভাবে নগদ টাকা দিয়ে জমি লিজ নেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে সংখ্যালঘুদের দিয়ে আমার ও আমার ভাইদের নামে বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে কথিত চাঁদাবাজ কিছু অনলাইন সাংবাদিকদের দিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ মনগড়া নিউজ করায়। তিনি দাবি করে বলেন, আমরা বিএনপি পরিবার। তৃণমূলে কমিটি গঠন হচ্ছে। আমাকে ও আমার পরিবারের সদস্যদের সুনাম ও জনপ্রিয়তা নষ্ট করার জন্যে এমন মনগড়া তথ্য প্রচারের অপচেষ্টা চালাচ্ছে। তিনি কারো বা কোন হিন্দু পরিবারের জমি জোর করে নেননি, বরং তারা সেচ্ছাসায় আমাদের সাথে রয়েছেন বলে দাবী করেন। কিছুু চিহ্নিত চাঁদাবাজ আমার কাছে টাকা চেয়েছিল। আমরা না দেয়ায় আবজাল ও উষা রানীসহ কতিপয় ব্যাক্তি অপপ্রচার চালাচ্ছে।
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন ওড়াবুনিয়া উষা রানীর স্বামী নিশিত মন্ডল, সুভাষ ডাক্তার, মমতা রানী মন্ডল, কমলা মন্ডল,উপেন মন্ডল, অনিত মন্ডল, মনিন্দ্র মন্ডল, জাহাঙ্গীর কবির, মো. নুরুল্লাহ খোকন, রামপাল উপজেলা যুবদলের সদস্য সচিব এস,এম আলমগীর কবির বাচ্চু, সিরাজ মল্লিক, হিরক মনি, সিরাজ মল্লিক প্রমুখ। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ