রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : দলের প্রভাবকে কাজে লাগিয়ে রামপালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে মো. হানিফা শেখ (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় ৮ তারিখ রবিবার সকাল ১১ টায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হানিফা শেখের পিতা গাউচ শেখ । লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার আদাঘাট গ্রামের গাউচ শেখের ছেলে ভিকটিম মো. হানিফ শেখের উপর গৌরম্ভা বাজারে অতর্কিত হামলা করে রহমত গংরা। এ সময় প্রতিপক্ষের রহমত শেখ, রেজোয়ান শেখ, কেরামত শেখ একসাথে মারপিট করে গুরুতর আহত করে।আহত হানিফা শেখ কে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, দায়ের কোপের আঘাতে হানিফের একটি চোখ জখম হওয়ায় দৃষ্টিহীনতার আশংকা করছেন তার পরিবার। এ ছাড়াও আসামীরা ভুক্তভোগীদের জীবননাশের হুমকি দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন। এমত অবস্থায় ভুক্তভোগী পরিবার, সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন। বাদি গাউস শেখ জানান, জোর করে তাদের ঘেরের মাছ লুটপাট করে নিয়ে গেছে, আসামি রহমত রহমতসহ অনেকে। এ বিষয়ে জানার জন্যে অভিযুক্তদের বাড়ীতে গিয়েও তাদের পাওয়া যায়নি।মুঠোফোনে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা যাচাই বাছাই করে সত্যতা পেলে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করব।।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ