রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: রামপাল জমির বিরোধে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর ছেলে রফিকুল ইসলাম। শনিবার (৬ জুলাই) প্রেসক্লাব রামপালের সভাকক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, উপজেলার ছোট নবাবপুর গ্রামে গত ইং ০৪-০৫-২০২৪ তারিখ ভোর সাড়ে ৫ টার সময় বৃদ্ধ পিতা শামসুর রহমান ও মাতা আসমা বেগমকে মারপিট করে হাত- পা ভেঙ্গে পঙ্গু করে দেন প্রতিপক্ষ বজলুর রহমান মোল্যা, বাবলুর রহমান মোল্যা, আশিকুজ্জামান, রাসেল মোল্লা, ওসমান মোল্লা,কাকলী বেগম, খাদিজা বেগম, শাওন শেখ সহ অজ্ঞাত ৪/৫ জন। ওই সময় তারা গরু ক্রয়ের জন্যে পকেটে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের বিরুদ্ধে আমার মাতা আসমা বেগম বাদী হয়ে রামপাল থানায় মামলা করলে কিছু দিনের মধ্যে আইনের ফাঁক দিয়ে জামিনে বের হয়ে আসেন আসামীরা। তারা এসেই মামলার তুলে নিতে একের পর এক হুমকি দিচ্ছে। প্রকাশ্যে বলে বেড়াচ্ছে মামলার না তুললে তোর মা-বাপের মত করুণ পরিণতি ভোগ করতে হবে। এতে আমরা পরিবার পরিজন নিয়ে মারাত্মকভাবে নিরপত্তাহীনতায় ভুগছি। আমরা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লেখনির মাধ্যমে পুলিশের নিরাপত্তার ও আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী করছি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবলুর রহমান মোল্লা ও কাকলী বেগমের সাথে মুৃঠোফোনে কথা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কিছুই বলা হয়নি বা কোন হুমকি দেয়া হয়নি। আমাদের সাথে বিরোধ বেধেছে। আমরা মিমাংশার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে ভিকটিম বাদী আসমা বেগম ও তার কন্যা আয়শা খাতুন উপস্থিত ছিলেন।#
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ