(আব্দুল্লাহ)
(রামপাল )বাগেরহাট প্রতিনিধি।
রামপাল উপজেলার বিভিন্ন জায়গায় ঝরছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝড়ো বাতাস। এতে শীতল অনুভব হচ্ছে। তীব্র দাবদাহের পর বৃষ্টি পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ। এর আগে গত শুক্রবার (৩ মে) মোংলা উপজেলায় সোয়া ৪টার দিকে হিমেল বাতাসের সঙ্গে শহরজুড়ে মেঘ ভেঙ্গে বৃষ্টি নামলেও বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেই বৃষ্টি কমাতে পারেনি গরম। বরং বৃষ্টির পানিতে তপ্ত ইট-পাথর গলে বের হওয়া গরম ছুঁয়ে গেছিলো প্রাণিকুলকে।
সোমবার (৬ মে) সন্ধ্যায় দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। দাবদাহের মধ্যে বৃষ্টির দেখা পেয়ে স্বস্তি নেমে এসেছে এ জনপদে। দিন ও রাতে হাঁসফাঁস গরমে চরম ভোগান্তিতে ছিল রামপালের মানুষ। কিন্তু আজ সন্ধ্যা নাগাদ হঠাৎ শুরু হয় বৃষ্টি। এ যেন নেমে এলো একরাশ স্বস্তি।
এসময় আকাশে বিদ্যুৎ চমকানোর পাশাপাশি মেঘের গর্জন ও শীতল দমকা হাওয়া বইতে দেখা গেছে। বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন রামপালের বাসিন্দারা। তবে তারা আরও বেশি সময় বৃষ্টি প্রত্যাশা করছেন।##
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ