রামপাল(বাগেরহাট সংবাদদাতা)।। রামপালে ভোজপতিয়া ইউনিয়নের ছোট ডাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অশোক বাবুর নামে স্কুল শিক্ষার্থীদের অশ্লীল ভিডিও দেখিয়ে যৌণ হয়রাণী করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে এক শিক্ষার্থীর মা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষক স্কুলে ছাত্রীদের স্মার্টফোনে বিভিন্ন ধরণের অশ্লীল ছবি দেখিয়ে যৌন উস্কানীমূলক কথা-বার্তা বলাসহ কোলে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রাণী করতেন।
স্কুল ছাত্রীর এক মা বলেন, ঘটনার দিন গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্কুল চলাকালীন দুপুরে টিফিনের সময় আমার মেয়েকে স্কুলের একটি ফাকা রুমের মধ্যে নিয়ে দরজা জানালা বন্ধ করতে দেখতে পায় ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঐ সময় আমার মেয়েকে ডেকে শাসণের কায়দায় থাপ্পড় দিয়ে লম্পট শিক্ষককে পরবর্তীতে সংশোধন হতে বলেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক অশোক বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধান শিক্ষক ছাত্র/ছাত্রীদের যোগসাজেশে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তসলিমা সুলতানা কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক বাবু এখানে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। এখানে অধ্যায়নরত কোমলমতি শিশু ও কিশোরী মেয়েদের উত্যক্ত করা সহ যৌণ হয়রাণী করা তাহার একটা পুরানো অভ্যাস পরিণত হয়েছে।।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বলেন,ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলমান সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ