রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।। শেষ হয়েছে বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ নির্বাচন । কোনো সহিংসতার ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সকাল ৮ টা থেকে চলে নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ। এ নির্বাচনে পরিবর্তন হয়নি কোন পদের। বর্তমান চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানই বেসরকারি ফলাফলে পুনরায় নির্বাচিত হয়েছেন।
বেসরকারী ফলাফল অনুযায়ী মাত্র ২'শ ৪৯ ভোটের ব্যাবধান গড়ে দিয়েছে চেয়ারম্যান পদের জয় পরাজয়! বর্তমান উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ২৪ হাজার ১'শ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীক নিয়ে জামিল হাসান জামু পেয়েছেন ২৩ হাজার ৯ 'শ ৪৭ ভোট ।
ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন তালা প্রতীক নিয়ে ১৯ হাজার ৩ 'শ ২৫ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মেহেদী হাসান মিন্টু পেয়েছেন ১০ হাজার ৩'শ ২৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে হোসনেয়ারা মিলি পেয়েছেন ২৫ হাজার ৪'শ ১২ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীক নিয়ে মোসাঃ ছায়েরা বেগম। পেয়েছেন ১৯ হাজার ৬'শ ৭১ ভোট।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন জনগণ তাকে ভোটের মাধ্যমে আবারও নির্বাচিত করেছেন এজন্য জনগণের প্রতি সে চির কৃতজ্ঞ, তিনি বলেন স্মার্ট রামপাল গড়ে তোলায় আমার মূল লক্ষ্য।তিনি জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছেন।।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ