হৃদয় আহমেদ লিমন রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে মসজিদ ও মাদ্রাসায় ফ্রি ওয়ারিংয়ের কাজ করছে মানবিক ফাউন্ডেশন।রবিবার ( ২৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামে বায়তুস সালাত জামে মসজিদের ওয়ারিংয়ের কাজ সম্পুর্ণ ফ্রিতে করে দেন সিরাজগঞ্জের মানবিক ফাউন্ডেশন। মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: মেহেদী হাসান (ইমন) দৈনিক আলোকিত সকালের প্রতিনিধিকে জানান, '২০২১ সালে বেলকুচি থেকে কাজ শেষ করে ফেরার সময় দেখি, রাস্তায় কিছু মুসুল্লি একটি মসজিদের ওয়ারিং করার জন্য টাকা কালেকশন করছে। সেইদিন থেকে আমি অঙ্গীকার করলাম, আমি মসজিদ ও মাদ্রাসায় ফ্রি ওয়ারিংয়ের কাজ করে দিব।
সেই অনুপ্রেরণা থেকে ২০২১ সালে মানবিক ফাউন্ডেশন শুরু করি। ইতোমধ্যে বিগত তিন বছরে মানবিক ফাউন্ডেশন মসজিদ ও মসজিদ মিলে ৫৪টি ধর্মীয় প্রতিষ্ঠা বিনা পারিশ্রমিকে কাজ করেছি। আরো ১২টি কাজ হাতে আছে সবগুলা সসম্পুর্ণ করব।'
ফুলজোড় রক্তদান সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, 'মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমনের মত মানুষ আমাদের সমাজে বিরল। একটি মসজিদে ওয়ারিংয়ের কাজ করতে সর্বনিন্ম ২০/২৫ হাজার টাকা লাগে। সমাজে সবাই যখন টাকার পিছনে ছুটছে, ঠিক তখন মানবিক ইমন স্বেচ্ছায় ধর্মীয় প্রতিষ্ঠানে ওয়ারিংয়ের কাজ করে যাচ্ছে।আমি মানবিক ইমনের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করছি।'বায়তুস সালাত জামে মসজিদের সভাপতি
মো: শহিদুল ইসলাম সরকার বলেন, 'মানবিক ফাউন্ডেশনের এ রকম মহৎ কাজকে আমি সাধুবাদ জানাই। তারা যেন এভাবে সারাজীবন মানুষের পাশে থাকতে পারে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ