মীর হেলাল,চাঁদপুর জেলা প্রতিনিধি: শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আঃ রাজ্জাকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে মোঃ শাহাদাত হোসেন উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দায়ের করেছেন। শাহাদাত হোসেন তার অভিযোগের উল্লেখ করেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুর রাজ্জাক ২০২২-২০২৩ অর্থ বছরের ১% বরাদ্দ হতে গ্রাম খিলা মেহের আলী মুন্সী বাড়ী হতে রুহুল আমিন ডাক্তারের বাড়ী পর্যন্ত রাস্তা পাকা করণ প্রকল্প দেখিয়ে দশ লক্ষ টাকা বরাদ্দ দেন। অতঃপর উক্ত প্রকল্পে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয় করে তড়িগড়ি করে প্রকল্প কাজ শেষ করেন। কাজের গুণগত মান মোটেও সন্তোষজনক নয় এবং উক্ত প্রকল্প হতে চেয়ারম্যান আঃ রাজ্জাক প্রায় আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে এলাকার অধিকাংশ লোকজনই অবগত আছেন। এছাড়াও উক্ত চেয়ারম্যান আরও বহু প্রকল্পে অনুরূপভাবে কোটি টাকার উপরে আত্মসাৎ করেন। যা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সামিল ও শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
উল্লেখ্য রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে আরও কয়েকটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তারা এসকল অভিযোগের তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ