1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
“রাস্তার কাজে অনিয়ম হয়েছে কী না আপনি প্রশ্ন করার কে, সব জায়গায় ফাজলামি করবেন না” নবীগঞ্জে সড়ক নির্মাণের কয়েক মাসের মাথায় ভাঙন-গর্ত ॥ সাংবাদিককে ঠিকাদারের হুঙ্কার। - Bikal barta
৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| রবিবার| সকাল ৯:৪৪|
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার পুলিশকে বোকা বানিয়ে হাসপাতাল থেকে পালালো ডা’কাত সিলেট নগরী মধ্যরাতে পুলিশের জালে ৪ নারী-পুরুষ নবীগঞ্জের ফারুক্বীয়া তাজপুর মাদ্রাসায় ২৫জন হিফজকে পাগড়ী প্রধান  আজ রাত থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু! পাইকগাছায় সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত  জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণায় কয়রায় আনন্দ মিছিল ও আলোচনা সভা  বরমী ডিগ্রী কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত,দাতা প্রতিনিধি রাসেল মোড়ল। ভাঙ্গায় ভলিবল খেলাকে কেন্দ্র করে দুটি বাড়ির ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

“রাস্তার কাজে অনিয়ম হয়েছে কী না আপনি প্রশ্ন করার কে, সব জায়গায় ফাজলামি করবেন না” নবীগঞ্জে সড়ক নির্মাণের কয়েক মাসের মাথায় ভাঙন-গর্ত ॥ সাংবাদিককে ঠিকাদারের হুঙ্কার।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় রবিবার, জুলাই ১৪, ২০২৪,
  • 59 জন দেখেছেন

 

হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার ঃ “রাস্তার কাজে অনিয়ম হয়েছে কী না আপনি প্রশ্ন করার কে, এই মিয়া এতদিন পর কল দিয়ে রাস্তার কথা জানতে চাইবেন কেন, ভাওতাবাজি কমিয়ে করবেন, ফাজলামি করার আর জায়গা পান নাই, সব জায়গায় ফাজলামি করবেন না” হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর-বারইকান্দি-হালিতলা সড়ক নির্মাণের কয়েকমাসের মাথায় সড়কটি ভেঙে যাওয়া প্রসঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠানের বক্তব্য জানতে গেলে এমনভাবে মুঠোফোনে কথা বলছিলেন-জেলা পরিষদের সদস্য ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আরএস এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শেখ শফিকুজ্জামান শিপন।

সড়ক নির্মাণে নানা অনিয়ম হলেও প্রভাব বিস্তার করে এলজিইডির কোটি টাকার বিল উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ ওঠেছে শিপনের বিরুদ্ধে। শেখ শিপনের নানামুখী অপতৎপরতা ও অনিয়ম নিয়ে সর্বমহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, চৌশতপুর-বারইকান্দি-হালিতলা এক কিলোমিটার এই সড়ক নির্মাণে বরাদ্দ ছিল ১ কোটি টাকা। সড়কটির নির্মাণে গত এক বছর আগে টেন্ডার হয়। এতে মেসার্স আর এস এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। এ প্রকল্পের ব্যয় হিসেবে এ পর্যন্ত ১ কোটি টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। যদিও এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠতে শুরু করেছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, ৬ ইঞ্চি মেকাডম ও ২৫ মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও তা ঠিকমতো করা হয়নি। এ ছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ৬ মাস না যেতেই সড়কটির এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়- সড়ক নির্মানের ৬ মাসের মাথায় সড়কটি বিভিন্ন জায়গায় ভেঙ্গে গেছে। উঠে গেছে কার্পেটিং এবং পার্শ্বের ইট দিয়ে তৈরি গাইড দেয়াল ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত গুলো মানুষ বাঁশ দিয়ে গাইড দেয়াল দিয়ে রক্ষা করতে দেখা গেছে। সড়কের চৌশতপুর বাজার পয়েন্টে, বাইরকান্দি স্কুল এলাকা, চৌশতপুর কবরস্থান ও মুশাহিদ মিয়ার বাড়ির সামনে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এই সড়কের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের ঠিকাদার হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য শেখ শফিকুজ্জামান শিপন সড়ক নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহারের ফলে সড়কটি দ্রুত ভেঙে যাচ্ছে এবং বিভিন্নস্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। বার বার অভিযোগ দিলেও সংশ্লিষ্টরা কোন কর্নপাত করেননি। ৬ মাসের মাথায় সড়কটির বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দেয়ায় এলাকাবাসী চরম দুভোর্গ পোহাচ্ছেন।

আব্দুল করিম নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, এই রাস্তা জনগণের কোনো কাজেই আসবে না। বাজার পয়েন্টে পানি কাটার জন্য উচু করে দেযার জন্য বলে ছিলাম ঠিকাদার আমাদের ধমক দেন কোন কথা না বলার জন্য। তাই রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। উঠে যাওয়া কার্পেটিংয়ের জায়গায় বড়বড় গর্ত সৃষ্টি হচ্ছে, ঠিকাদার প্রভাবশালী হওয়ার কারনে কোটি টাকা হজম করেছেন।

মুশাহিদ মিয়া বলেন, আমার বাড়ির সামনে কাজের কোন নিয়মরক্ষা করা হয়নি। আমি বার বার বলার পরও ঠিকাদার মনগড়া কাজ করেছেন। তাই গাইড দেয়া ভেঙ্গে গেছে এখন বাঁশ দিয়ে আমরা নিজেরা মেরামত করেছি। সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে জানতে হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আরএস এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শেখ শফিকুজ্জামান শিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রাস্তার কাজে অনিয়ম হয়েছে কী না আপনি প্রশ্ন করার কে, এই মিয়া এতদিন পর কল দিয়ে রাস্তার কথা জানতে চাইবেন কেন, ভাওতাবাজি কমিয়ে করবেন, ফাজলামি করার আর জায়গা পান নাই”।

নবীগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জোনায়েদ আলম বলেন, ‘সড়কটি কোন অনিয়ম হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সড়ক নির্মাণে কোনো অনিয়ম হলে তার দায়ভার ঠিকাদারকেই নিতে হবে।’ তিনি আরও বলেন, রাস্তার কাজে অনিয়ম পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি খোঁজ-খবর নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!