নুরুল কবির, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান বলেন, রমজান হলো সহমর্মিতার মাস। রমজানের সহমর্মিতার এই শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হলেই আমাদের রোজা রাখা সার্থক হবে। রমজানের এই সময়ে শ্রমিক-কর্মচারীদের প্রতি আরও বেশি সহমর্মিতা দেখানোর আহ্বান করছি। রমজানের রোজা রেখেও ব্যবসার মৌসুম হিসেবে দোকান কর্মচারীদের যে অতিরিক্ত খাটুনি হয়, সেজন্য অতিরিক্ত পারিশ্রমিক দেবেন। যথাসময়ে বেতন, বকেয়া বেতন ও ঈদ বোনাস দিয়ে শ্রমিক-কর্মচারীদের পরিবারকে ঈদের আনন্দে শরিক হওয়ার সুযোগ করে দিন। শ্রমিক-কর্মচারীদের আইনগত অধিকারের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই।
ঐতিহ্যবাহী রিয়াজ উদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়ন রেজি:-১৪২৯ এর ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত আহ্বান জানান। ইউনিয়ন সভাপতি শহিদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগরী সাধারণ সম্পাদক মকবুল আহমেদ ভুইঁয়া, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সওয়ার কামাল, ফেডারেশনের কোতোয়ালী থানা সভাপতি মোহাম্মদ হামিদুল ইসলাম, বণিক সমিতি সিনিয়র সহ-সভাপতি ফারুক আজম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও ধর্মীয় সম্পাদক মাইনুদ্দিন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কোতোয়ালী থানা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ বেলাল, ব্যবসায়ী নেতা মোহাম্মদ সেলিম উদ্দীন, মোহাম্মদ রাসেল, শ্রমিক নেতা রহমত উল্লাহ, আব্দুল হামিদ, আব্দুল মন্নান কুতুবী, রহমত আলী, মোহাম্মদ রফিকুল ইসলাম মাসুদ, মোহাম্মদ ইউনুস, মোস্তাক আহমেদ, মাহামদুল হক সহ নেতৃবৃন্দ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ