রিয়াদ(সৌদি আরব)প্রতিনিধিঃ
রিয়াদস্থ প্রবাসী বিজয়নগর উপজেলা যুবদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গতকাল অনুমোদ করা হয়েছে ।
রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এজাদুল হক ও সাধারণ সম্পাদক মোঃ ছানাউল্লাহ আপন তাঁজ এর স্বাক্ষরে কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে সভাপতি মোঃ হাসান, সিনিয়র সহ-সভাপতি মোনায়েম মোন্না, সহ-সভাপতি মোঃ নাইম, সাধারণ সম্পাদক মোঃ হাফিজ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল, সাংগঠনিক সম্পাদক মোঃ জুনায়েদ, দপ্তর সম্পাদক মোঃ মনির, প্রচার সম্পাদক মোঃ মামুন মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ আলম কে নির্বাচিত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিপ্লবী ছাত্রনেতা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম। রিয়াদস্ত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র নেতাকর্মী, বিজয়নগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যুবদলের এই আংশিক কমিটি পেয়ে সবাই আনন্দিত ও উৎফুল্ল। উক্ত আংশিক কমিটিকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা যুবদলের কার্যালয়ে জমা দেয়ার জন্যে নির্দেশ দেয়া হয়েছে।