স্টাফ রিপোর্টার: নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোণা গ্রামের ব্যবসায়ী খায়রুল ইসলাম রিয়াদ হত্যাকারীদের ফাঁসির দাবীতে শনিবার (২৫ মে) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে হত্যাকারীদের সবোচ্চর্ শাস্তির দাবী জানিয়ে বক্তৃতা করেন চল্লিশা ইউপি চেয়ারম্যান মাহাবুব উল মজিদ, আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম খান, ইউপি মেম্বারসহ নিহতের পরিবারের সদস্যগণ। জানা গেছে, সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের আব্দুস সাত্তারের সাথে একই এলাকার নাজমুল হক রাকেলের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার বিকেলে জমিতে খুটি কুপতে গেলে আব্দুস সাত্তারের পরিবারের লোকজনের ওপর হামলা চালায় প্রতিপক্ষ রাকেলের লোকজন। ওইদিন আব্দুস সাত্তার ও তার স্ত্রী রুকিয়া আক্তার আহত হলে ওইদিন রাতে তাদেরকে হাসপাতালে দেখতে যান রুকিয়ার ভাতিজা খায়রুল ইসলাম রিয়াদ। রোববার সকালে রিয়াদ বাড়িতে ফেরার পথে রিয়াদের ওপর হামলা চালানো হয়। এ সময় রিয়াদ, আব্দুস সাত্তার ও তার স্ত্রী রোকেয়া আক্তারসহ পাঁচজন গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহত রিয়াদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রিয়াদের পিতা মোঃ আব্দুল মোতালেব বাদি হয়ে মঙ্গলবার রাতে নেত্রকোণা মডেল থানায় প্রতিপক্ষের আব্দুস সালামের ছেলে নাজমুল হক রাকেলসহ ৫ জনকে আসামী হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন, ওই গ্রামের জুয়েল মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া, আব্দুস সালামের ছেলে মোঃ রুমন মিয়া, মোঃ সুমন মিয়া ও মোঃ কামরুল ইসলাম। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম জানান, মামলার ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।