মহসিন আলম মুহিন
রুখতে হবে অপপ্রচার, ওদেরকে দিতে হবে শাস্তি,
ক্ষমতা পেয়ে মানুষের কথা ভুলে, করেছে ওরা জবরদস্তি আর মাস্তি!
ওরা ছিলো হায়েনা, অত্যাচারী, বড়ই জুলুমবাজ-
অধিকার সব কেড়ে নিয়ে কায়েম করেছিলো স্বৈরাচারের রাজ!
মুখে ছিলো আদর্শের কথা, অন্তরে লালন শয়তানী-
ওরা পামর, ওরা ইবলিশ, ওরা জাতির সাথে করেছে বেঈমানী!
জমি দখল, নদী দখল, ওরা দখল করেছে দুর্বলের সব কিছু-
তবুও ওরা ক্ষান্ত হয়নি, অশান্ত হয়ে-সর্বদাই চলেছে খারাপ কর্মের পিছু পিছু!
ভোটের অধিকার, ভাতের অধিকার, ইজ্জত-সম্মান, মানুষের মৌলিক অধিকার, ওরা সব নিয়েছে কেড়ে-
গায়েবী মামলা, খুন, গুম, লুটতরাজ, সিন্ডিকেট, শেয়ার বাজার, আয়না ঘর, কেলেঙ্ককারী, সবই করেছে প্লান করে!
দেশের মানুষের ঘাড়ে চাপিয়েছে ডিজিটাল যত মুলা-
গুণী মানুষদের সরিয়ে দিয়েছে, নিয়েছে মূর্খের ফর্মুলা!
ওরা বাড়িয়েছে বিলিয়ন,বিলিয়ন দেশের ঋণের বোঝা,
পাঁচার করেছে বিশাল অর্থ, দেশের মেরুদণ্ড করেছে কু্ঁজা!
উন্নয়নের নামে মানুষ ঠকানই ছিলো ওদের নিয়মনীতিতে সোজা!
আলেম ওলামাকে ধরো, বিরোধী দমন করো, বিজ্ঞদের মারো, কোন কিছুতেই ছিলো না ওদের লাজ-
অন্য দেশের তাঁবেদারি করাই ছিলো আসল ধর্ম-মাথায় রাখেনি ভালো ছিলো যত কাজ!
সন্তানেরা রুটি, দুধ, বস্ত্র, ক্ষুধার জন্য মায়ের কাছে, জননেত্রীর কাছে চায় বাঁচার অধিকার,
কেমন দরদী? কেমন ডাইনী? কেমন লোভী? তাদেরকে খেতে দেয় বোমা, গোলা, বারুদ উপহার!
অতিষ্ঠ হয়ে ছাত্র-জনতা মুখ খুলছে যখন, ওরা দানবের বেশ আরও ধরেছে তখন-
প্রজাতন্ত্রের টাকায় কেনা অস্ত্র-বারুদ দিয়ে, প্রজাতন্ত্রের পুলিশ লেলিয়ে দিয়ে হাজারও প্রাণ নিয়েছে ওরা কেড়ে-
ন্যায়ের সাথে অন্যায়ের শক্তি কতক্ষণ বলো আর টিকে থাকে-
জনরোষের কবলে পড়ে স্বাক্ষর করে চলে যায় পদত্যাগে,
পায়ের তলার মাটি সরে, ধীরে-ধীরে আকাশ পথে যায় ভেগে।
এই যদি হয় পরিণতি হায়, এই কলঙ্ক ইতিহাসে লেখা রবে,
এখনো যদি কেহ ওলটা-পাল্টা, জবরদস্তি, সমালোচনা যায় করে-
নিয়মনীতি নাহি মানে, তবে, আবারও ছাত্র-জনতা সবাই মিলে ওদেরকে রুখে দিতে হবে।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং ০১৭১৬৯১৩৯৩৯
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ