প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৪, ১১:১০ পূর্বাহ্ণ
রূপগঞ্জে গৃহবধূ কাকুলী হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
![](https://www.dainikbikalbarta.com/wp-content/uploads/2024/01/419698268_2635299943286236_3887885547037200395_n.jpg)
মো: রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিংলাবো এলাকায় হাফসা আক্তার কাকুলী হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। ১৯ জানুয়ারি শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় আমার বোন কবরে খুনি কেনো বাহিরে, খুনিদের গ্রেফতার চাই, খুনিদের ফাসি চাই এ স্লোগান দিয়ে এলাকাবাসী ও স্বজনরা মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় রূপগঞ্জ থানা পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। বিক্ষোভকারীরা পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দিয়ে মহাসড়কের অবরোধ তুলে নেন। মানববন্ধনে বক্তারা বলেন, কাকুলী হত্যার ঘটনা আজকে ৯ দিন পার হয়ে গেছে পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করেনি। আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করছেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা জোরদাবি জানাচ্ছি আসামিদের দ্রুত গ্রেফতার করে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে আবারও ঢাকা সিলেট মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে। এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ