দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা।
রূপসায় সার আনলোড করতে গিয়ে আনলোড হ্যান্ডেলার গ্রাফস এর নিচে চাপা পড়ে আসাবুর ঢালী কালু (৪০) নামে এক লেবারের মৃত্যু হয়েছে। ১১ জুন বেলা সাড়ে ৩ টার দিকে পূর্ব রূপসাস্থ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের বিলুপ্ত রূপসী রাইস মিলের অদূরে এ ঘটনা ঘটে। নিহত আসাবুর রহমান ঢালী দাকোপ উপজেলার গুনারী গ্রামের সাত্তার ঢালীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে ওই স্থানে আকিজ গ্রুপের সার আনলোড করে আসছিলো আরআর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মালিক রাজিবুল ইসলাম এর ভাইপো সাব্বির ওই কাজ দেখাশোনা করতো। ঘটনার সময় সার বোঝাই এমভি নওশিন রহমান-৪ জাহাজের ভিতরে আসাবুর ঢালী কালুসহ আরআর এন্টারপ্রাইজের ৫জন লেবার কাজ করছিলো। এসময় সার আনলোড হ্যান্ডেলার গ্রাফস দিয়ে কালুকে চাপা দেয় চালক জিহাদুল ইসলাম। এতে আসাবুর ঢালী কালু মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে জরুরী ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে আসাবুর ঢালী কালুর মৃত্যুকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অপতৎপরতায় লিপ্ত রয়েছে আরআর এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ।
আরআর এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী রাজিবুল ইসলাম তাদের এই প্রতিষ্ঠানকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে দাবি করে বলেন, আসাবুর ঢালী কালু খাতাপত্রে আমাদের স্টাফ না। তার মৃত্যুও সার আনলোডের কারণে হয়নি। পূর্ব রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তফা কামাল বলেন, সার আনলোড জাহাজের আনলোড হ্যান্ডেলার গ্রাফস এর আঘাতে আসাবুর ঢালী কালু নামে একজন লেবারের মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ