নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড লেদার আলিখালীর ২৫নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পশ্চিম পার্শ্বের গহীন পাহাড়ে শীর্ষ ডাকাত রফিক হত্যার ঘটনায় ৬দিন পর একটি হত্যা মামলা দায়ের হলো।নিহত রফিক এর স্ত্রী শামসুর নাহার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গাজী পাড়া এলাকার মৃত মৃত আব্দুল মজিদ এর পুত্র প্রকাশ ভোলাইয়া বৈদ্যর পুত্র শাহ আলম প্রকাশ ডাকাত শাহ আলমকে। তার সঙ্গে এই মামলায় আরও ১১জনকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৬ জনকেও এই হত্যা মামলায় আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে, সাব ইন্সপেক্টর সুদর্শন কান্তি দে। শীর্ষ ডাকাত রোহিঙ্গা নিহত রফিক এর স্ত্রী শামসুর নাহার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গাজী পাড়া এলাকার মৃত আব্দুল মজিদ এর পুত্র প্রকাশ ভোলাইয়া বৈদ্যর পুত্র শাহ আলম প্রকাশ ডাকাত শাহ আলমকে প্রধান আসামি করা হয়েছে। সেই সঙ্গে আরও ১১ জনের নামোল্লেখ এবং ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আসামিরা হলেন,হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গাজী পাড়া এলাকার মৃত মৃত আব্দুল মজিদ এর পুত্র প্রকাশ ভোলাইয়া বৈদ্যর পুত্র শাহ আলম প্রকাশ ডাকাত শাহ আলম,একই এলাকার সাবের আহমদ প্রকাশ পুইন্যার পুত্র নুরুল আবছার প্রকাশ ডাকাত আবছার, নুরুল হুদা প্রকাশ হুদুল্যার পুত্র কামরুল প্রকাশ আবুইয়া,সাবের আহমদ প্রকাশ পুইন্যার পুত্র নুরুল হুদা প্রকাশ হুদুল্যা, পূর্ব রঙ্গীখালী লামার পাড়া এলাকার মৃত নবী হোসাইন এর পুত্র খাইর হোসেন ডাকাত,রঙ্গীখালী স্কুল পাড়া এলাকার দুদু মিয়ার পুত্র জাগের আহমদ, একই এলাকার দুদু মিয়ার পুত্র জাবের,রঙ্গীখালী জুম্মা পাড়া এলাকার সব্বির আহমদ এর পুত্র দেলোয়ার প্রকাশ অস্ত্র মিস্ত্রী দেলোয়ার, একই এলাকার সব্বির আহমদ এর পুত্র আনোয়ার প্রকাশ অস্ত্র মিস্ত্রী আনোয়ার,উত্তর আলিখালীর কুড়াইল্যা পাড়া এলাকার মোঃ হোসেন ফকিরের পুত্র ইব্রাহীম ডাকাত, একই এলাকার মোঃ নবীর পুত্র মোঃ নুর ডাকাত। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি গভীর রাতে হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড লেদার আলিখালীর ২৫নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পশ্চিম পার্শ্বের গহীন পাহাড়ে শীর্ষ ডাকাত রফিক কে হত্যা করা হয়েছে। জানা গেছে,মামলার আসামিরা সকলে শীর্ষ সন্ত্রাসী রফিক এর সহযোগী,টাকার ভাগবাটোয়ারিতে তাকে হত্যা করা হয়েছে।নিহত রফিক ছিলেন,পেশাদার একজন শীর্ষ ডাকাত। এলাকাবাসীরা জানান, রফিক হত্যা মামলার প্রধান আসামি ডাকাত শাহ আলমসহ সবাইকে আইনের আওতায় আনার জন্য তাদের দাবি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ