আরিফুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল দৌলতপুরের চিলমারী ইউনিয়ন খাজিরাথাক গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোছাঃ শেফালী খাতুন (৫০) এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালের দিকে র্যাব-১২ সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব-১২ এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী ইউনিয়ন খাজিরাথাক গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে মাদক সম্রাজ্ঞী মোছাঃ শেফালী খাতুনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী শেফালী খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খাজিরাথাক এলাকার
মোঃ ওমর বেপারীর স্ত্রী।
এ সময় তার হেফাজত থেকে ১৯৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় (যাহার আনুমানিক মূল্য ৫৮,০৮,০০০/-টাকা)। সেই সাথে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি বিদেশী পিস্তল, ০৮ রাউন্ড গুলি, ০২টি হাসুয়া এবং মাদক বিক্রির নগদ ৯৯,০০০/- টাকা উদ্ধার করা হয়।
র্যাব উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছে। উক্ত আসামি কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিনব কায়দায় মাদক বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।