ইমরান সরকার:-গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মাদক পল্লী খ্যাত রাইগ্রামের একজন শীর্ষ মাদক কারবারী গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী,২৫) রাত ১১ দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি চৌক্ষস টীম ৮৬ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন-পলাশবাড়ী পৌরসভার মাদক পল্লী খ্যাত রাইগ্রামের মৃতঃ হিরোইন জব্বার ও মহিলা মাদক কারবারী ফেরদৌসীর ছেলে মাদক সম্রাট ফেরদৌস,
কালুগাড়ী গ্রামের মৃতঃ আজগর আলীর ছেলে ফিরোজ কবির,এবং দুবলাগাড়ী গ্রামের তসলিম প্রধান ছেলে লিখন প্রধান।
এদিকে আরেকটি ঘটনায় ওই রাতে পলাশবাড়ী পৌরসভার ছোট শিমুলতলা গ্রাম থেকে পৌর জাসাস এর আহবায়ক আল আমিনকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আল আমিন(৩৮)
পলাশবাড়ী পৌরসভার আমবাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে
এই ব্যাপারে পলাশবাড়ী থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ০৯(ক)। ৪১ মোতাবেক র্যাব ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার ভুট্রো।
এলাকাবাসীর দাবি পলাশবাড়ীতে যত মাদক ব্যবসায়ী আছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান,
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ