ওয়াসিম শেখ,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুলাল মল্লিক কে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় ০২ আসামি বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলেন,শাহজাদপুর উপজেলার পূর্ব চরকৈজুরী গ্রামের মৃত মকছেদ সেখের ছেলে আব্দুর রহিম সেখ (৫৫) ও তার ছেলে রাশেদুল হাসান (২৩)। শুক্রবার বিকেলে র্যাব সদর দপ্তরের সহযোগিতায় সিরাজগঞ্জ র্যাব-১২ সদস্যরা ঢাকার পল্লবী থানার আলবদীরটেক পশ্চিমপাড়া ও সাভার থানার বাইপাইল বাসস্ট্যান্ডে এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুজনকে আটক করেন।
শনিবার (২৩শে মার্চ ২০২৪ইং) বিকেলে র্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্কোয়াড লিডার-কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান। সে সময় তিনি বলেন,আটক আসামিদের সাথে মামলার বাদী হোসেন মল্লিকের পারিবারিক এবং জমি সংক্রান্ত দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় গত ২ মার্চ হোসেন মল্লিকের বাবা দুলাল মল্লিক জমি থেকে বাড়ি ফেরার পথে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে দুলাল মল্লিককের উপর হামলা চালিয়ে মারপিট করে। পরে তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল মল্লিককে মৃত ঘোষণা করেন। এঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর আসামীরা পলাতক ছিল। আটকৃত আসামিদের শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ