মোঃ ফয়সাল উদ্দিন
স্টাফ রিপোর্টার।
লক্ষ্মীপুরের কমলনগরে ৫ নং চর ফলকন ইউনিয়নের ৭ নং
ওয়ার্ডে শিমুল (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ
উদ্ধার করেছেন কমলনগর থানা পুলিশ। নিহত শিমুল
বাঘার বাড়ির মুত্তাসিন বাঘার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় আজ বুধবার ভোর ৭টার দিকে জমিতে কাজ করতে
আসা এক কৃষক ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে চিৎকার করে উঠলে আশেপাশে লোকজন ছুটে এসে দেখে শিমুল একটি গাছের ঢালে রশিতে ঝুলে আছে।পরিবার সূত্রে
জানা যায়, শিমুল গত চার বছর আগে বিবাহ করেছিলেন কিন্তু দেড় বছর আগে সংসারটি ভেঙে যায়। ঐ সংসারে তার একটি পুত্র সন্তান ছিল,গত কয়েকদিন আগে শিমুল তার (ঔরস) ছেলেটিকে দেখতে গিয়েছিলেন কিন্তু তাকে দেখতে দেয়নি তার (পূর্বের) স্ত্রী ও তার পরিবার।পরিবারের দাবি শিমুল সেহরি খেয়ে ঘর থেকে ফজরের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় কে বা কাহারা আমাদের ছেলেকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।
এই বিষয়ে কমলনগর থানা অফিসার ইনচার্জ মোঃ তহিদুল ইসলাম বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে যুবকের ঝুলন্ত লাশটি নামানো হয় এবং ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের নিকট কোন লিখিত অভিযোগ দেয়নি, তবে ময়নাতদন্ত শেষে বুঝা যাবে এটি কি হত্যা ছিল? না আত্মহত্যা!!! তখন আইনি যথাযথ ব্যবস্থা নেয়া হবে।