মোঃ ফয়সাল উদ্দিন
স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরে ট্রাক ও ফিকাপের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হয়। সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ রবিবার সকালে লক্ষ্মীপুর ভোলা বরিশাল জাতীয় মহাসড়কে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে ড্রামটাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায়, নিহত রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে ও আহত রুবেল একই ইউনিয়নের নুরুল আমিনের ছেলে তারা পেশার গাড়ি চালক অপর একজনের (সাগর) পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি। আহত রুবেল ও প্রত্যক্ষদর্শীরা জানায় বালু ভর্তির পিকআপ ভ্যানটি মান্দারীর উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক পিকআপ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের শ্রমিক আব্দুর রহিম মারা যান। গাড়ি চালক রুবেল ও শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসক ডাক্তার মোঃ আব্দুস সালাম বলেন-একজনকে মৃত অবস্থায় পেয়েছি ও অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে সাগর নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে একই উপজেলার লক্ষ্মীপুর রামগতি প্রধান সড়কে সুতারগোপটা নামক এলাকায় বিপরীতমুখী পিকাপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কমলনগর উপজেলার লরেন্স এর ইয়াছিন হাওলাদার বাড়ির রওশন আলী হাওলাদার (৬৫) মারাত্মক ভাবে আহত হয়।
আহত রওশন আলী হাওলাদারকে স্থানীয়দের সহায়তায় লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হসপিটালে নিয়ে যায় বতর্মানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।