স্টাফ রিপোর্টারঃ
মোঃ ফয়সাল উদ্দিন
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় 'রিমাল' এর প্রভাবে লক্ষীপুরে কমলনগরের উপকূলীয় অঞ্চলে (৯) নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে।
রবিবার (২৬ মে) চট্রগ্রাম সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় এ মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শনিবার মধ্যরাত থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস দেখা যায়,তবে সময়ের সাথে সাথে বাতাস ও বৃষ্টির পরিমান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে,,এরই মধ্যে মেঘনা নদীর উপকূলীয় অঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কমলনগর উপজেলার সাহেবের হাট, কালকিনি,চরফলকন,ও পাটোয়ারির হাট ইউনিয়নের বেশিরভাগ এলাকা।
ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ক্রমেই বেড়ে চলেছে এ নিয়ে অনেকটা আতংক বিরাজ করছে উপকূলীয় বাসীর মধ্যে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে উক্ত উপকূলীয় অঞ্চলে মানুষ সাথে নিয়ে যাচ্ছে গবাদি পশু সহ প্রয়োজনীয় সামগ্রী।
আবহাওয়া অফিসের মতে আজ মধ্যরাত নাগাদ যে কোন সময়ে উপকূলে আঘাত হানতে পারে রিমাল নামক ঘূর্ণিঝড়টি।
উত্তাল মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা ট্রলার ও নৌকা নিরাপদে থাকার জন্য উপজেলা প্রশাসন এবং সিপিপির পক্ষ থেকে বারবার মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন (৯) নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে এতে লোকজনকে আতঙ্কিত না হয়ে দূর্যোগ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছি,, উপজেলার ৯ টি ইউনিয়নের আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত রাখা হয়েছে, আশ্রয় কেন্দ্রের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করে রেখেছি। সিপিপির স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রচারনা জোরদার করা হয়েছে। জরুরী প্রয়োজনে কন্ট্রোল রুম খোলা রাখা সহ সবদিক থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তাহের জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্ট্রোল রুম সহ মোট ১০ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। যে কোন ধরনের জরুরী সেবা প্রদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ