স্টাফ রিপোর্টার ঃ স্বার্থবিহীন ভালোবাসা সর্বক্ষেত্রে মহামূল্যবান তারই উদাহরণ কবি সম্পাদক নুরজাহান শিল্পী, সুদূর লন্ডনে থেকে ও দেশের প্রতি দেশের মানুষের প্রতি এবং বাংলা ভাষার প্রতি তার যে ভালবাসা তা সত্যি প্রশংসনীয় । স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ কে আয়োজিত মৌলভীবাজার পৌর মিলিয়ন আয়তনে গরীব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের পূর্বে এক মত বিনিময় সভায় জাতীয় দৈনিক বিকাল বার্তার ব্যবস্থাপনা সম্পাদক, কবি, ছড়াকার গীতিকার ও সগঠক রাসেল আহমেদ সাগর উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরো বলেন লন্ডনে বসবাসরত কবি ও মাসিক আলো ম্যাগাজিনের সম্পাদক এবং স্বপ্নের সাকো ফাউন্ডেশন ইউ কে প্রতিষ্ঠাতা সভাপতি নুরজাহান শিল্পী আমার দেখা এবং জানামতে উদার মনের মানুষ করোনা কালীন সময়ে তিনি এবং তার সংগঠন মানুষের পাশে ছিলো এখনো আছে। তাদের এই ভালবাসা হচ্ছে মহামূল্যবান আর যারা নিজের স্বার্থের জন্য ভালবাসার অভিনয় করে তাদের ঠিকানা কোথায় কম বেশি সবাই জানি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কবি নুরজাহান শিল্পী কে ধন্যবাদ জানাই এতো দূরে থেকে ও মানুষের পাশে সর্বদা দাঁড়ানোর জন্য।
কবি দেলোয়ার সজিবের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত কবি নুরজাহান শিল্পী কে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এবং আলো ম্যাগাজিন ও সাঁকো ফাউন্ডেশন ইউ কের পক্ষ থেকে রাসেল আহমেদ সাগর কে বই উপহার দেন কবি নুরজাহান শিল্পী। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক তানভীর চৌধুরী, কবি আব্দুল সুফিয়ান সহ আরো অনেকে।
কবি নুরজাহান শিল্পী উপস্থিত সবার উদ্দেশ্য বলেন আমি এই জেলার সন্তান আমার মন প্রান সর্বদা এখানে থাকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো মানুষের সেবা করে যেতে পারি।