আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ(সিলেট)
প্রতিনিধি।
জকিগঞ্জে লাগামহীন নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে জকিগঞ্জে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাজার মনিটরিং কমিটি বিষয়টি নিশ্চিত করা হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম মিতু বলেন,পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরে ব্যবসায়ী বা ক্রেতারা যেন পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেই লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
আগামীকাল থেকে উপজেলার সকল বাজারে কমিটির সদস্যরা নিয়মিত বাজার মনিটরিং করবেন। যেন কেউ অযথা নিত্যপণ্যর দাম বাড়াতে না পারে।
জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা’ অর্ণব দত্ত কে আহবায়ক ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ’ জাবেদ মাসুুদ কে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্তকে সভাপতি ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন জকিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজীব চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য মিটুন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহুরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রুমুখ
এই কমিটি নিত্যপণ্যর দাম নিয়ন্ত্রণ রাখতে কার্যকরী ভূমিকা রাখবে বলে জকিগঞ্জের মানুষ আশাবাদী।