ভোলা প্রতিবেদক::
ভোলায় একটি লাগেজ ভর্তি গাঁজা’সহ মোঃ হৃদয় নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। অদ্য ২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরের সময় ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাকে আটক করেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ তাজীব ইসলাম বলেন, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ইলিশা লঞ্চঘাটে যাত্রী তল্লাশি করছিল।
এ সময় হৃদয়ের হাতে থাকা একটি লাগেজ দেখে আমাদের সন্দেহ হয়। এরপর তাকে তল্লাশি করলে ১০ কেজি গাঁজা তার কাছ থেকে উদ্ধার করা হয়। হৃদয় এসব গাঁজা ফেনী থেকে ভোলায় নিয়ে এসেছিলেন।
মাদক কারবারি হৃদয় ফেনী জেলার পশুরাম থানার মৃত লিটন মিয়ার ছেলে।