মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সমর্থিত ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান এমপি আলহাজ্ব আহসান আদেলুর রহমানকে অনেক ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন জাপার স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক। রবিবার (৭ জানুয়ারী) রাত সাড়ে ৯ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ তাঁকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার ১৬৯টি ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক কাচি প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৯১৪টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য পদত্যাগ করা সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন। তিনি ট্রাক প্রতীকে ৪৫ হাজার ৩০১ ভোট পেয়েছেন। আর জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল লাঙল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৩১৩ ভোট।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, নীলফামারী-৪ আসনে ৭ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে কাচি প্রতীকে সিদ্দিকুল আলম সিদ্দিক সর্বোচ্চ ৬৯ হাজার ৯১৪ ভোট পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নীলফামারী- ৪ আসনে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৭৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ৮৪২, নারী ভোটার ২ লাখ ১২ হাজার ২৩১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ৪৭০ টি। এর মধ্যে বাতিল হয়েছে ২ হাজার ৬২২ আর গৃহীত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৪৮ ভোট।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ