২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
মোঃ মশিউর রহমান,লালমনিরহাট জেলা প্রতিনিধি,জাতীয় দৈনিক বিকাল বার্তা: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রীজে সাংবাদিক মিজানুর রহমান মিলনের পায়ের উপড় দিয়ে ট্রাক চলে যায় এবং ঘটনা স্থলেই কোমর থেকে দুটি পা বিচ্ছিন্ন হয়। গত ২০ জানুয়ারি দিবাগত রাতে জেলার কালীগঞ্জ উপজেলা থেকে জেলা শহরে ফেরার পথে আনুমানিক রাত ২.১৫ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানাচ্ছেন, সাংবাদিক মিজানুর রহমান মিলন কালীগঞ্জে জরুরী একটি কাজে গিয়েছিলেন। ফেরার পথে আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রীজে উঠার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দেয় এবং অপর দিক থেকে আসা আর একটি ট্রাক তার পায়ের উপড় দিয়ে চলে যায়। ঘটনা স্থলেই কোমর থেকে দুটি পা বিচ্ছিন্ন হয়, স্থানীয় লোকজন অটো করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থা আরো আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার দুটি পায়েই কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সাংবাদিক মিজানুর রহমান মিলন বাংলাদেশ প্রেস ক্লাব, লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। সাংবাদিক মিলনের পরিবার দেশবাসীর কাছে দোয়া এবং বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে দেশের সরকারের নিয়োজিত উচ্চ মহলের কাছে চিকিৎসার জন্য সহায়তা চেয়েছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ