সুমন ইসলাম বাবু: লালমনিরহাট
লালমনিরহাটে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে ২৭শে ডিসেম্বর ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মদ উল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরে তাসনিম।
প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম শর্ত হলো স্মার্ট নাগরিক তৈরি। নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। নতুন প্রজন্ম যাতে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, সেজন্য তাদের কারিগরি ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এজন্য কৃষিতে আধুনিক প্রযুক্তি কাজে লাগানোর পাশাপাশি সার ও কীটনাশকের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ গঠনে সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ আ. আউয়াল। আলোচনা ও মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের লালমনিরহাট জেলা কার্যালয়ের প্রোগ্রামার অনিমেষ চন্দ্র বসুনীয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন ও অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ফজলুল হক। -আহাদ/অর্জুন/রুপাল/মামুন/২০২৩