মোঃ মশিউর রহমান
লালমনিরহাট জেলা প্রতিনিধি
জাতীয় দৈনিক বিকাল বার্তা:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অবস্থিত সরলখা উচ্চ বিদ্যালয়, বিদ্যালয়টি ১৯৬৯ সালে সরলখা গ্রামে প্রতিষ্ঠিত হয়। সরলখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রশিদুল আলম এর তত্ত্বাবধানে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ বেতার রংপুর কর্তৃক নিয়মিত কুইজ প্রতিযোগিতায় গত ১০ বছর থেকে অংশ গ্রহণ করে১ম, ২য়, ৩য় স্থান অর্জন করছে। প্রধান শিক্ষক মোঃ রশিদুল আলম বলেন…
আমি সরলখা উচ্চ বিদ্যালয়টি রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ মডেল বিদ্যালয় হিসেবে গড়তে চাই, এবং জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করছি।