২২ ডিসেম্বর ২০২৪ ইং, রবিবার
লালমনিরহাট জেলা প্রতিনিধি
জাতীয় দৈনিক বিকাল বার্তা:
লালমনিরহাট জেলায় প্রাইভেট প্রতিষ্ঠান গুলোর মধ্যে থেকে কিন্ডারগার্টেন স্কুল গুলো ভর্তির নামে চাঁদাবাজি করছে। যেমন কিন্ডারগার্টেন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণীতে পড়তে হলে আবার নতুন করে ভর্তি হতে হবে। বছরের শুরুতেই নতুন ভর্তি জন্য বিজ্ঞপ্তি দিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ এবং ভর্তির সময় মোটা অংকের টাকা দিয়ে ভর্তি হতে হয় পুরাতন শিক্ষার্থীদের যা অভিভাবকদের সাথে প্রতারণা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন সাপ্টীবাড়ী বাজারে অবস্থিত সাপ্টীবাড়ী মডেল কিন্ডারগার্টেন স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে বলেন আমাদের মতো নিম্ন আয়ের অভিভাবকদের সাথে কিন্ডারগার্টেন স্কুল গুলো ভর্তির নামে চাঁদাবাজির ব্যবসা শুরু করেছেন। অভিভাবকদের ভাষ্যমতে এই দেশে হাজার হাজার শিক্ষার্থীরা প্রান দিয়েছেন বৈষম্য দূরীকরণ করার জন্য কিন্তু প্রশাসনের নাকের ডগায় দিয়ে অবাধে প্রতারণার ফাঁদ পেতে জাঁকজমকপূর্ণ ভর্তির নামে চাঁদাবাজির ব্যবসা করে যাচ্ছেন কিন্ডারগার্টেন স্কুল গুলোর মালিকপক্ষ। অভিভাবকগণ এই রকম ভর্তি বাণিজ্য নামক বৈষম্য থেকে মুক্তি সহ প্রশাসনের তদারকির মাধ্যমে হস্তক্ষেপ চায়।