২৪ মার্চ ২০২৪ ইং, রবিবার
লালমনিরহাট জেলা,
স্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক বিকাল বার্তা
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন সারপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সরলখা গ্রামের দেল্লার মোড় নামক এলাকায় মাদক ব্যবসায়ীরা অবাধে চালাচ্ছে তাদের মাদক কারবারির ব্যবসা, গোপনে এসে একব্যক্তি নাম নাবলা শর্তে মাদকের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তির ভিডিও এবং ছবি দিয়ে আমাদের বলেন এই গ্রামের তরুণ প্রজন্মের ছেলেদেরকে মাদকে আসক্ত করছেন সমাজ ধ্বংসকারী স্থানীয় মাদক ব্যবসায়ীরা।
এই মাদক ব্যবসায়ীরা ক্ষমতাশালী ব্যক্তিদের ছত্র-ছায়ায় অবাধে মাদকের কারবারি করে যাচ্ছে এবং আদিতমারী থানা আইন শৃঙ্খলা বাহিনীর নেই কোন কঠোর উদ্দেগ। ছবিতে মাদক ব্যবসায়ী মোঃ হান্নান মিয়ার(৪৪) ছেলে মোঃ শিমুল মিয়া (২৪) এবং পাশে বসে থাকা আরেক মাদক কারবারিকারি মোঃ ইসমাইল খা(৩৪), পিতা: মৃত তোফাজ খাঁ, সরলখা, দেল্লার মোড়। এলাকা বাসীদের কাছে এই সম্পর্কে কিছু জানতে চাইলে তারা বলেন মাদক ব্যবসায়ীরা ক্ষমতাশালী ব্যক্তিদের ছত্র-ছায়ায় অবাধে মাদকের কারবারি করে যাচ্ছে এবং যদি তাদেরকে নিষেধ করতে বলা হয় কিন্তু তারা কোন কিছু বাধাই পরোয়া করে না কারণ তাদের সাথে ক্ষমতাশালী ব্যক্তিদের যোগসাজশ রয়েছে। তাই বঙ্গ বন্ধুর মানষ কন্যা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বাস্তবায়নকারী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এলাকা বাসীদের একটাই দাবী তারা মাদক মুক্ত এলাকা চাই এবং মাদক মুক্ত যুব সমাজ চাই।