মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের দুই যুবককে ইতালি কথা বলে লিবিয়ায় নিয়ে গেম ঘরে গুলি করে হত্যা করা হয়েছে।হত্যার পর এর পরিবারের সদস্যদের ইমুতে নিহত হওয়া ছবি পাঠানো হয়েছে।
নিহত হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৫)ও মজিবার হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৭)নামে।
নিহত এর পরিবারের বলেন, দু’মাস আগে স্থানীয় আবু তারা মাতুব্বর, আলমাছ ও আনোয়ারের মাধ্যমে সলো লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাই এবং ইতালির ভিসা কথা বলে লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে হৃদয়কে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান তিনি জানান, ৫/৬ দিন যাবত হৃদয়ের কোন খোঁজখবর নেই। মাফিয়া দালালরা শুক্রবার দুপুরে আমার ভাইয়ের ইমুতে লাশের ছবি পাঠানো হয়। ১৬ লক্ষ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করে এর পর পাচার চক্র টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।
একই গ্রামের ফয়সাল হোসেন বলেন, রাসেল নামের আরও একজনকেও লিবিয়াতে হত্যা করা হয়েছে। ওরা একই গ্রামের বাসিন্দা। ওই মানবপাচার চক্র এভাবে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। টাকা না দিলেই তাদের সাথে খারাপ কিছু ঘটানো হয়। কখনও নির্যাতন করে আবার কখনও হত্যা করে এদের চিহ্নিত করে পাচার চক্রদের আইনের আওতায় এনে কঠিন ভাবে এদের বিচার হওয়া উচিত এমন আর কোনো মায়ের কোল আর খালি না হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ