সিলেট অফিস'::
নগরীতে ভারতীয় গরুসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে এসময় ১৮ ভারতীয় গরু জব্দ করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে এয়ারপোর্ট বাইপাস মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ভারত সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু পাচার করে এয়ারপোর্ট থানা এলাকার দিয়ে নিয়ে আসা হচ্ছে। তখন এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৩টি পিকআপ গাড়িবর্তী ভারতীয় ১৮টি গরু জব্দ করা হয়। এ সময় ভারতীয় গরুসহ ৩ জন গরু ব্যবসায়ীকে আটক করা হয়। অবৈধ কাজে ব্যবহারকৃত ৩টি পিকআপ গাড়িও জব্দ করা হয়। পিকআপ গাড়ির চালকরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটককৃত গরু ব্যবসায়ী হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় হরিষপুর থানার বাগদিয়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র মো. জসিম উদ্দিন (৩৫), একই গ্রামের নাদির হোসেনের পুত্র মো. রহিছ মিয়া (৩৯) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার তিনগাঁও গ্রামের মৃত নূর মিয়ার পুত্র মো. সাদেক আহমদ (৪২)।
এ ঘটনায় এয়ারপোর্ট থানার এএসআই মো. রহিম উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ