মোঃ মাহফুজুর রহমান নড়াইল থেকে: মাদক কারবারি মোঃ ইমন মোল্লা ( ১৯) নামে এক জনকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। ইমন মোল্লা লোহাগড়া থানার কুমার কান্দা গ্রামের মোঃ নিপুল মোল্লার ছেলে। গত ৮ ডিসেম্বর ২০২৪ রাত ৭.৩০ মিনিটের দিকে লোহাগড়া পৌরসভার কুমার ডাঙা ব্রিজ সংলগ্ন বাবুলের মুদি দোকানের সামনে কাচা রাস্তার উপর থেকে আটক করে গোপন সংবাদের ভিক্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এস আই ( নিঃ) আসাদুজ্জামান , এ এস আই ( নিঃ) মোঃ ইলিয়াস , এ এস আই ( নিঃ) মিকাইল হোসেন , ও এ এস আই ( নিঃ) মাজহারুল ইসলাম সঙ্গী ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইমন মোল্লাকে আটক করে। এ সময় তার কাছে অবৈধ মাদক দ্রব্য ২০ পিচ ইয়াবা টেবলেট জব্দ করেন। এ সংক্রান্ত লোহাগড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে স্বপর্দ করা হয়েছে।