নুরুল কবির বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
চতুর্থ ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা করেছেন শক্তিশালী ১১ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদ্লু কবির সেলিম, বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আবদুল মাবুদ, লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু।
ভাইস চেয়ারম্যান পদে এমএস মামুন, হুমায়ন কবির, মোঃ ফরহাদুল ইসলাম ও জমিল উদ্দিন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিন আকতার সানা ও কলাউজান ইউপির সাবেক মহিলা মেম্বার জেসমিন আকতার।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ ইনামুল হাছান বলেন, মনোনয়ন জমাদানের শেষ দিনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১২ মে প্রার্থীদের যাচাই-বাছাই। আগামী ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ