শহিদুল ইসলাম ( লোহাগাড়া),
লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা
লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাচনে তিন জন চেয়ারম্যান প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
২০ মে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে তারা এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী আনারস প্রতীক পেয়েছেন, আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী ঘোড়া প্রতীক পেয়েছেন এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুধ মোটর সাইকেল প্রতীক পেয়েছেন।
চতুর্থ ধাপে আগামী ৫জুন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমি শন সুত্রে জানা গেছে।
তারই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল ২জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদুল কবির সেলিম এবং লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি সহকারি রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান নিশ্চিত করেছেন।
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ।
ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩জন তারা হলেন এমএস মামুন,জমিল উদ্দিন,মোঃ ফরহাদুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন, তারা হলেন শাহিন আকতার সানা ও কলাউজান ইউপির সাবেক মহিলা মেম্বার জেসমিন আকতার।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুুহাম্মদ ইনামুল হাছান মুঠোফোন জানান, ১৯ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২জন( শাহিদুল কবির সেলিম এবং নুরুল হক নুনু) মনোনয়ন প্রত্যাহার করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজনসহ মোট ৮জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ ২০মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হলে, উপজেলা পরিষদের তিনজন প্রার্থী যার যার প্রতীক নিয়ে আশাবাদী। ভোটারদের মাঝেও শুরু হল জল্পনা কল্পনা কে হবে চেয়ারম্যান?
উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।