নুরূল কবির বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মোটরসাইকেলসহ মোট চারটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার ৩ আগস্ট রাত ১০টার দিকে লোহাগাড়া থানার সামনে পরিত্যক্ত অবস্থায় থাকা এসব গাড়িতে আগুন দেওয়া হয়।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শনিবার বিকেল তিনটা থেকে লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার থেকে লোহাগাড়া থানা পর্যন্ত অন্তত পাঁচ কিলোমিটার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা। এ সময় আমিরাবাদ মোটর স্টেশনে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া ছাড়াও লোহাগাডা উপজেলা আওয়ামী লীগের কার্যলয় ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল থেকে ফেসবুকে ঘোষণা দিয়ে সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিকেল তিনটায় পদুয়া এলাকায় জড়ো হতে থাকে। এ সময় কিছু ছাত্রলীগের কিছু নেতাকর্মী ও পুলিশ তাদের ধাওয়া দেওয়ার চেষ্টা করলে উল্টো শিক্ষার্থীরা ছাত্রলীগ ও পুলিশকে ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পদুয়া থেকে আমিরাবাদ পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত এক দফার পক্ষে স্লোগান দিতে থাকে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আন্দোলনকারীরা সেখান থেকে সরে গিয়ে লোহাগাড়া থানার পাশে গিয়ে অবস্থান এবং পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের সরিয়ে দেয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল ইসলাম বলেন, ‘বিক্ষুব্ধ লোকজন থাকায় হামলা চালানোর চেষ্টা করলে আমরা ফাঁকা গুলিবর্ষণ করি। তখন তারা পরিত্যক্ত কয়েকটি গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।’
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ