বিশেষ প্রতিনিধিঃ কাউছার আলম
ও প্রচার-প্রচারণা চলাকালীন সময়ে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিদ্বন্দ্বী কলস প্রতিকের প্রার্থী জেসমিন আক্তার ও তার সহযোগিরা এ হামলা করেছে বলে শাহিন আকতার সানা অভিযোগ করেছে। ২ জুন সাড়ে ৮ টার দিকে উপজেলার কাজির পুকুর পাড় এলাকায় এ হামলার ঘটনাটি ঘটেছে।
আহত ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিন আকতার সানা বলেন, তিনি গাড়ি নিয়ে পুটিবিলা থেকে প্রচার- প্রচারণা শেষ করে আসার সময় লোহাগাড়া আমিরাবাদ বটতলী স্টেশন সংলগ্ন কাজির পুকুর পাড় এলাকায় আসলে তাঁর গাড়ির ড্রাইভারকে কলস প্রার্থীর সমর্থকেরা গালাগালি করে ড্রাইভারকে মারধর করে এবং ড্রাইভারকে বাঁচাতে ফুটবল প্রার্থী সানা গাড়ি থেকে নামলে তাকে মারধর করে আহত করে। আহত অবস্থায় ফুটবল প্রতীকের প্রার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হামলার অভিযোগের বিষয়ে কলস প্রতীকর প্রার্থী জেসমিন আক্তার জানান, ঘটনার সময় একটু কথা কাটাকাটি হয়েছে, আমার লোকজন তাকে কোন হামলা করেনি। হামলার ঘটনা ঘটেনি। এটি আমার বিরুদ্ধে ষড়ষন্ত্র, অপপ্রচার চালানো হচ্ছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: শিমুল দত্ত জানান, শাহিন আকতার সানা নামে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আহত অবস্থায় চিকিৎসার জন্য আসেন। বড়ধরণের কোন আঘাত প্রাপ্ত হয়নি। তবে হাতে ও গলায় আঘাত পেয়েছেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, এখনও কোনধরনের অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ