কাউছার আলম বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের একটি মানবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ৩ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় বটতলী শহর শাখার অফিসে এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী শহর শাখার আমীর অধ্যাপক ডা. জালাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বদিউল আলম, যুব বিভাগের সভাপতি আব্দুল মন্নান, ঈসা সাঈদী, মুহাম্মদ সেলিম, প্রবাসী মোহাম্মদ জাহেদুল ইসলাম, নাইমুর রহমানসহ স্থানীয় অনেক বিশিষ্ট ব্যক্তি।
স্থানীয় অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার। এটি শুধু তাত্ক্ষণিক সহায়তাই নয়, বরং সমাজে মানবিক চেতনাকে জাগ্রত করতে এবং সংহতি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখযোগ্য সংখ্যক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এ উদ্যোগ ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম পরিচালনার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সংশ্লিষ্ট সবাইকে এমন মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ