বিশেষ প্রতিনিধিঃ কাউছার আলম ।
লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩০ হাজার ৮৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।
বুধবার (৫ জুন) রাত ৯ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
খোরশেদ আলম চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকের প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ৭৯৩ ভোট। এছাড়াও মোটরসাইকেল প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ সৈয়দ পেয়েছেন ২ হাজার ৯১৪ ভোট ।
চশমা প্রতীক ৪৩ হাজার ১২০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. সরওয়ার মামুন ৪৩ হাজার ১২০ ভোট পেয়ে চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. সরওয়ার মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিল উদ্দিন পেয়েছেন ১১ হাজার ৮৫৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক ৩৬ হাজার ৯০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেসমিন আকতার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
ফুটবল প্রতীক নিয়ে শহিনা আকতার সানা পেয়েছেন ২৫ হাজার ৪০১ ভোট।
চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোটারের উপস্থিতি ছিল কম।
সকাল সাড়ে ৯টায় লোহাগাড়া সদর ইউনিয়নের লোহাগাড়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি একেবারে নেই। ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্টদের কেন্দ্রে অলস সময় পার করতে দেখা যায়।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলায় ৯টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৭১টি। এর মধ্যে ৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রশাসন। মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৫৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৫০০ জন ও নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৯০ জন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ